Duration 5:32

লিথিয়াম ফসফেট ব্যাটারি ৫০ এম্পিয়ার ।

13 343 watched
0
234
Published 13 Jul 2023

বারবার ইজিবাইক, মিশুকে ,ব্যাটারি লাগিয়ে প্রতারিত হচ্ছেন ? ছয় মাস পরপর ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে ? আইপিএস এ প্রতিবছর ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে ? সমস্ত ব্যাটারির দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে এলাম লিথিয়াম ফসফেট ব্যাটারি । বর্তমান বিশ্বের প্রত্যেকটা দামি দামি ডিভাইসে যেটা সব সময় ব্যবহার হয়, আপনার ঘড়ি মোবাইল ক্যামেরা যুদ্ধবিমান পরিবহন বিমান সাবমেরিন রাডার উপগ্রহ পৃথিবীর যত দামি ডিভাইস আছে ইলেকট্রনিক্স গাড়ি সবকিছুতে যে ব্যাটারি ব্যবহার করা হয় । এসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকারক প্রতি মাসে ব্যাটারির মধ্যে পানি দেওয়া হয় যে কারণে পরিবেশ দূষিত হয় ওই পানি দ্রবীভূত হয়ে আপনার ফুসফুসে ক্যান্সারের সৃষ্টি করতে পারে । অ্যাসিড ব্যাটারির লাইফ সাইকেল মাত্র ৩০০ থেকে ৬০০ মধ্যে । অর্থাৎ একটা এসিড ব্যাটারি ৩০০ থেকে ৬০০ বার চার্জ এবং ডিসচার্জ করলে তার লাইফ শেষ হয়ে যায় । এসিড ব্যাটারিতে চার্জ হতে অনেক সময় লাগে যে কারণে আইপিএস অথবা ইজিবাইক প্রত্যেকটাতে বিদ্যুৎ বিল হয় । সবকিছু সমাধান লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা পরিবেশবান্ধব এবং সর্বশেষ প্রযুক্তিতে তৈরি । লিথিয়াম ফসফেট ব্যাটারি লাইফ সাইকেল ৬ হাজার অর্থাৎ ৬ হাজার বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন একবার লাগাইলে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ব্যবহার করার সুযোগ আছে । এই ব্যাটারীতে খুব দ্রুত চার্জ হয়, যে কারণে বিদ্যুৎ বিল অন্য ব্যাটারি থেকে অর্ধেক হয় এবং এর এফিশিয়েন্সি ২৫ পার্সেন্ট বেশি পাবেন । তাই দেরি না করে আজকে যোগাযোগ করুন আপনার ব্যাটারি টার জন্য 017123983 62 । সোলার সিস্টেমের জন্য বিশেষভাবে উপযোগী

Category

Show more

Comments - 93